২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৭

বেশির ভাগ শেয়ারের দরপতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক শূন্য পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক শূন্য ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ