২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫২

শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে কানাডিয়ান প্রতিনিধি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন কানাডিয়ান প্রতিনিধি, জন রিচার্ডস, পিএইচডি, প্রফেসর-সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়, ডাঃ শেখ নাজমুল হুদা-  প্রজেক্ট ম্যানেজার, ফেস্টুলা কেয়ার প্লাস প্রজেক্ট, ইনজেন্ডার হেলথ বাংলাদেশ।
পরিদর্শনকালে তারা দেবীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, সকল কার্যক্রমের রিপোর্ট, বিভিন্ন ধরনের তথ্য ও জনসচেতনতা মুলক স্বাস্থ্য শিক্ষার প্রদর্শন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ সকল কার্যক্রম উপজেলার অন্যান্য কমিউনিটি ক্লিনিক গুলিতে চালু করার জন্য সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ কে সহযোগীতা করার পরামর্শ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বা¯থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা – ডাঃ খাঁন হাবিবুর রহমান, এমটিইপিআই- শেখ মশিউর রহমান,স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক- অপূর্ব রঞ্জন মন্ডল, স্বাস্থ্য সহকারি- ছিদরাতুননেছা প্রমুখ।
কমিউনিটি ক্লিনিকের সিএইচপি বলেন দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বছরে প্রায় ১২০০০ জন রোগী স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। ক্লিনিকটি এখন উপজেলার একটি সনামধন্য ক্লিনিকে রুপান্তরিত হয়েছে, যেখানে বিভিন্ন দেশী বিদেশী সংস্থার প্রতিনিধিরা সব সময় পরিদর্শন করেন। উল্লেখ্য যে “ শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ লক্ষ্যকে সামনে রেখে ১৯৯৮ সালে সারা বাংলাদেশে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ