১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৫

এসেক্স ছেড়ে দেশে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে মাত্র চারদিন আগে ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু ব্যক্তিগত কারণে তামিম দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
২৮-বছর বয়সী ওপেনার চলতি বছর এসেক্স এর হয়ে টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। রোববার কেন্ট বিপক্ষে মাঠেও নেমেছিলেন। কিন্তু একটি ছক্কা মেরে মাত্র ৭ রানেই আউট হয়েছিলেন তামিম।
এসেক্স ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘ তামিম ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিতে ক্লাব ছেড়ে গিয়েছেন। আমরা তার সফলতা কামনা করি ও তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাই।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের নটিংহামশায়ার ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিল তামিম।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৭:৪১ অপরাহ্ণ