স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দেয়ার পর রবি শাস্ত্রির আবেদন জমা দেয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তিনিই হচ্ছেন বিরাট কোহলিদের পরবর্তী কোচ। এমনকি ভারতীয় ক্রিকেট দলের প্রায় সবাই চেয়েছিল শাস্ত্রিই হোক তাদের কোচ।
ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির তিন সদস্য, ভারতের তিন বিখ্যাত ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণরা সাক্ষাৎকার নেয়ার পরও সিদ্ধান্ত নিতে মতামত নিয়েছিলেন বিরাট কোহলির। তখনও সবাই ধরে নিয়েছিল রবি শাস্ত্রিই হচ্ছেন ভারতের পরবর্তী কোচ।
অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের কোচ হিসেবে নাম ঘোষণা করা হলো রবি শাস্ত্রির। পূর্ববর্তী কোচ অনিল কুম্বলের আগে শাস্ত্রি ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর কাম কোচ হিসেবে দায়িত্ব পালন করে বেশ সফল হয়েছিলেন।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

