১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪৯ জনকে আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসূফ আলী জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ২ হাজার ৩৫৩ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪০২ গ্রাম ৩ হাজার ৫৪০ পুরিয়া হেরোইন, ২ বোতল দেশি মদ ও ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছেন পুলিশের ওই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৭:২৬ অপরাহ্ণ