১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

আগাম জামিন পেলেন স্ত্রীসহ মোরশেদ খান

নিজস্ব প্রতিবেদক:

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খানকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও আরশেদ রউফ এবং বাহার উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ’কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ গত ২৮ জুন মামলাটি করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার পর গত ০১ জুলাই বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম। পরদিন ২ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত। খুরশীদ আলম খান জানান, তিনটি পৃথক আবেদনে মোরশেদ খান, তার স্ত্রী এবং ব্যাংক কর্মকর্তাসহ মোট ১৩ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এর মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ