নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার প্রধান মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে শরীয়াহ সূচক বা ডিএসইএসের পতন হলেও; ডিএসই৩০ সূচকের উত্থান ঘটেছে। সব মিলিয়ে আজ মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ডিএসইর লেনদেন শেষ হয়েছে।
একই অবস্থা বিরাজ করছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৬৩২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কালের তুলনায় ১০৫ কোটি ২৫ লাখ টাকা কম। গতকাল রোববার ডিএসইতে ৭৩৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
M/H