১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

তিস্তার পানি ক্রমেই বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক:

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি ক্রমেই বেড়েই চলেছে। প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিস্তার তীরবর্তী মানুষদের মধ্যে। ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা ও ঘর-বাড়ি।

গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারীর নদী তীরবর্তী প্রায় ২৫ টি গ্রামে পানি প্রবেশ করে প্লাবিত করেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৮ হাজার পরিবার। সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ