নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার বিভিন্ন প্রিন্টিং প্রেসে অবৈধ ভাবে ছাপানো হচ্ছে নকল ব্যন্ডরোল সহ সরকারী রাজস্ব কাজে ব্যবহৃত বিভিন্ন ষ্ঠ্যাম্প সহ আনুসাঙ্গিক ।
সংবাদ পেয়ে সোমবার ১০ জুলাই শহরের নওদা পাড়া এলাকার ‘রাঙ্গা প্রিন্টিং প্রেস’ ও ‘জে এস প্রিন্টিং প্রেস’ নামের দু’টি প্রেসে অভিযান চালিয়েছে বগুড়া কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ। উদ্ধার করা হয় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং এসব তৈরীর সরঞ্জাম। এঘটনায় প্রেস মালিক – কর্মচারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ এর একটি দায়িত্বশীল অফিসার জানিয়েছেন, বগুড়া শহর এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে মাহাসড়কের পাশে নওদাপাড়ার ২টি প্রেসে দীর্ঘদিন থেকে অবৈধ জাল ব্যান্ডরোল ছাপা সহ বিভিন্ন অবৈধ প্রকাশনা কার্যক্রম চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ এর ডিপুটি কমিশনার নূরুদ্দিন মিলন, র্যাব ও পুলিশের একটি বিশেষ দলের সম্বনয়ে ‘রাঙ্গা প্রিন্টিং প্রেস’ ও ‘জে এস প্রিন্টিং প্রেস’ নামের দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং ব্যান্ডরোল ছাপানোর সরঞ্জাম জব্ধ করা হয় । এসময় জেএস প্রিন্টিং প্রেসের মালিক জুয়েল হোসেনকে পাওয়া যায়নি। তবে ঐ প্রেসের রাঙ্গা পলক সরকার, মোহাম্মদ রাশেদ ও রঞ্জু নামের ৩ কর্মচারী এবং রাঙ্গা প্রিন্টিং প্রেসের মালিক আব্দুল বাসেত কে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় বগুড়া কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ একটি বিভাগীয় মামলা দায়ের করেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ