নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত সচিব মর্যাদার নয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এদের মধ্যে সাতজন একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর বাকি দুইজনের একজনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং অপরজনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে দুইজনকে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়। অপর দুটি প্রজ্ঞাপনে বাকি সাত কর্মকর্তাকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মো. রহমাতুল মুমিনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান করা হয়।
এছাড়া পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. কায়কোবাদ হোসেন। তিনি একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমেদকে একই মন্ত্রণালয়ে সচিব, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীরকে একই বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসুকে একই মন্ত্রণালয়ের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযমকে একই বিভাগের সচিব করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোস্তাফা কামাল উদ্দিনকে একই কমিশনের সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আখতার হোসেন ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর