১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধির প্রভাবে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দরবৃদ্ধি পেয়ে ১৭৯টি ও দর কমে ১১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হচ্ছে। আর দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

উল্লেখিত সময় পর্যন্ত ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৪ পয়েন্টে, ডিএসই-এস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৯ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় পর্যন্ত ডিএসইতে ৯৩৪ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন চলছে। দুপুর দেড়টা পর্যন্ত সিএসইতে মোট ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়ে ১৪৪টির ও দর কমে ৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হচ্ছে। আর অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর মতো সিএসইতেও সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে।

দুপুর দেড়টা পর্যন্ত সিএসই-৫০ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৩৫ পয়েন্টে, সিএসই-এক্স সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৭ পয়েন্টে ও সিএসআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছিল। উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ৫৭ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১:৪৬ অপরাহ্ণ