৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:২৮

আ’লীগ থেকে খারাপ লোকদের বাদ দেয়া হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক:   
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদেরকে বাদ দেয়া হবে। নেতাদেরকে সে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ আর খালেদা জিয়ার শাসনে ফিরে যাবে না। বিএনপির রাস্তায় নামার সক্ষমতা নেই বলেও জানান তিনি।।
সোমবার সকালে খুলনা সার্কিট হাউজে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১:৩৪ অপরাহ্ণ