১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

সেই পুলিশ সদস্যকে পিপিএম পদকে ভূষিত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:   

জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নিচ থেকে শিশুসহ ২২ যাত্রীকে উদ্ধারকারী কুমিল্লা হাইওয়ে পুলিশের সদস্য পারভেজ মিয়াকে আগামী পুলিশ সপ্তাহে পিপিএম পদক দিতে সুপারিশ করবেন বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

রোববার রাত সাড়ে ১০টায় তিনি এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার সকালে কুমিল্লায় দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে জীবনের ঝুঁকি নিয়ে নারী-শিশুসহ অন্তত ২২ জন যাত্রীকে উদ্ধারের পর হাইওয়ে পুলিশের সদস্য পারভেজ মিয়ার সাহসিকতাপূর্ণ বীরত্বগাথা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

পরের দিন শনিবার হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পুলিশ সদস্য পারভেজকে ৫০ হাজার টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দেন। এর আগে তার সাহসিকতায় কুমিল্লা আঞ্চলিক হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা ও স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ৫ হাজার টাকা পুরষ্কার দিয়েছেন।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের বড় ছেলে পারভেজ। তিনি গত বছরের আগস্ট মাসে হাইওয়ে পুলিশে যোগ দেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ