১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

গোবিন্দগঞ্জে ৪ ঘণ্টায় ২ লাশ, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ ঘণ্টার ব্যবধানে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত নয়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের অদুরে হাওয়াখানা নামক স্থানে স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৭) লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মহিলার লাশ গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।

এর আগে রোববার বিকেলে কামদিয়া ইউনিয়নের নেমারপাড়া গ্রামে নিজ শয়ন ঘর থেকে শিপন মিয়া (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শিপন মিয়া নেমারপাড়া গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করতেন। এ ব্যাপারে নিহতের বাবা ইব্রাহীম মিয়ার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয় মহিলার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাঁস লাগিয়ে মহিলাকে হত্যা করার পর ওই স্থানে তার লাশ ফেলে রেখে গেছে। তিনি বলেন, শিপন মিয়াকে হত্যা করা হয়েছে কি না আত্মহত্যা করেছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, অজ্ঞাত মহিলা ও শিপন মিয়ার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তাদের নিহত হওয়ার কারন জানা যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ