২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

তিস্তার পানি বিপদসীমার ৩২ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:

অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও ভারতের গজলডোবার সবগুলো গেট খুলে দেয়ার কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার মধ্য রাত থেকে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্ট বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আজ সোমবার সকাল ৯টার পর থেকে এটা বেড়ে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে সবচেয়ে বেশী বন্যা কবলিত হয়ে পড়েছে ডিমলা উপজেলার ছোটখাতা, পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর, কিসামত ছাতনাই, পূর্বছাতনাই ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, কিসামতের চর ও ছাতুনামা চর গ্রাম। এসব গ্রামের অনেকে পরিবার পরিজন নিয়ে উচুঁ ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ