৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের শোচনীয় পরাজয়

স্পোর্টস ডেস্ক:

একমাত্র টি২০ ম্যাচে ভারতকে শোচনীয়ভাবে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রোববার জ্যামাইকায় অনুষ্ঠিত ম্যাচে ৯ বল হাতে রেখে ৯ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৬ উইকেটে ১৯০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ক্রিস গেইলের উইকেটটি হারিয়ে করে ১৯৪ রান।
ইভিন লুইসের দুর্ধর্ষ সেঞ্চুরির কাছে গুঁড়িয়ে যায় ভারতের সব শক্তি। তিনি ৬২ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। দীর্ঘ দিন পর দলে ফেরা গেইল মাত্র ১৮ রানে বিদায় নেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ