নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে যারা দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের নিরপেক্ষভাবে খুঁজে বের করে নেতৃত্ব প্রদান করতে হবে।’
রবিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনাসদর কনফারেন্স হলে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘একটি দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, একজন অফিসার কেবল একটি পদ বা নিযুক্তির জন্যই যোগ্য না হয়ে বরং বিভিন্ন প্রকার নিযুক্তি যেমন- কমান্ড, স্টাফ, প্রশিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিযুক্তির জন্য উপযুক্ত হন। বিভিন্ন পর্যায়ে তাদের শিক্ষা, মনোভাব, সামাজিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য নিরীক্ষা করেই পদোন্নতি দিতে হবে। এতে সবার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘একটি দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত এবং সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী, এরূপ যোগ্য অফিসারদের কাছে নেতৃত্ব ন্যস্ত করতে হবে।’
দৈনিক দেশজনতা/এন আর