১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সত্য বললেই গুমের হুমকি আসে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:

সত্য কথা বললেই গুম ও খুনের হুমকি আসে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমরা সত্য বলতে পারি না। সত্য বললেই গুম, খুনের হুমকি আসে।’রবিবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ) এর আয়োজন করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খুন-গুমের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি এই সরকারকে দেশের স্বার্থ বিকিয়ে দিতে দেবে না।’ এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান গয়েশ্বর।

ফরহাদ মজহার অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবই জানেন। তিনি ফরহাদ মজহারকে উদ্ধার করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পুলিশ বাহিনী দিন শেষে রাতে তাকে উদ্ধারও করলো। উদ্ধার করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত গাড়ি। মানুষ বোঝে। তাহলে এর সঙ্গে জড়িতদের ব্যাপারে পরিচয় পরিষ্কার করলে সমস্যা কোথায় ?’

বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপিকে বলছেন নির্বাচনে আসুন। অথচ আপনি কি নির্বাচনে বিশ্বাস করেন। বিশ্বাস করেন না। আপনারা অনির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন জনগণের ভোটে নয়। তাই আবারও যৌথ প্রযোজনায় অন্যের সহায়তা নিয়ে আরেকটি নির্বাচন করে ক্ষমতায় থাকছে চাচ্ছেন। আর সেজন্য বলে বেড়াচ্ছেন সহায়ক সরকার বলে সংবিধানে কিছু নেই। নির্বাচন হবে ক্ষমতাসীন সরকারের অধীনে। তবে একথাও স্পষ্ট বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন কেমন নির্বাচন হয় এবং হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সহ-সভাপতি ইউনুস আলী মৃধা, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল ঢাকা মহানগর (উত্তর) সভাপতি এস এম জাহাঙ্গীর, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৮:০২ অপরাহ্ণ