১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বপন কুমার ভৌমিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যে ৬টায় উপজেলার ভাবিচা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ভাবিচা গ্রামের মৃত বিষ্ণু কুমার ভৌমিকের ছেলে স্বপন কুমার ভৌমিক ।

জানা যায়, সন্ধ্যা ৬টায় স্বপন নিজ বাড়ির বাথরুমের মটরের বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। সে সময় বাড়িতে স্ত্রী বা অন্য কেউ ছিল না। অসাবধানতা বসত: তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি প্রতিবেশীরা জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ফয়সাল নাহিদ বলেন, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা গেছেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ