২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৩

এইচপির টানা চতুর্থ জয়

ক্রীড়া প্রতিবেদেক :

অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল আজ চতুর্থ একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল। আগামী মঙ্গলবার হবে শেষ ম্যাচ।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আজ এইচপির সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৭ রান। অধিনায়ক লিটনের অপরাজিত ৭২ রানের ইনিংসে এক উইকেট হারিয়ে ২৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এইচপির পেসারদের তোপে পড়ে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় নর্দান টেরিটোরি। দলের হয়ে নাথান ম্যাকসুইনি ও অ্যালেক্স গ্রেগরি- দুজনই করেন ৩৪ রান।

এইচপির সেরা বোলার আবু হায়দার রনি। ৮.২ ওভারে ২২ রান নিয়ে ৪ উইকেট নেন তিনি। অন্য দুই পেসার আবুল হাসান রাজু ও ইবাদত হোসেন নেন ২টি করে উইকেট। রাজু রান নিয়েছেন ২৯, এবাদত ১৮।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ