২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৪

গ্রামীণফোনের নতুন সিইও মাইকেল ফোলি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল ফোলি। আর গত অক্টোবর থেকে অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন করা পেটার-বি ফারবার্গ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ৮ মে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, আগামী ২৬ মে থেকে ফোলির এই নিয়োগ কার্যকর হবে। উপ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সঙ্গে পাবেন ইয়াসির আজমানকে। আজমান গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন। ৭ মে রোববার পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় এসব নিয়োগ চূড়ান্ত করা হয়।

গতবছর ১ নভেম্বরে রাজীব শেঠির কাছ থেকে অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন ফারবার্গ। ছয় মাসের মাথায় তাকে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে সিইও হিসেবে মাইকেল ফোলির নাম ঘোষণা করা হল।

প্রকাশ :মে ৮, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ