১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্থদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিধনে কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে যেসব স্থানে আবর্জনা জড়ো করে রাখা হয়েছে তা পরিষ্কার এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির প্রশ্নে রুলও জারি করেছে আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ রোববার এ আদেশ দেয়। এছাড়া চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্থদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুজাউদৌলা আকন্দ চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে হাইকোর্টে রিট করেন। শুনানিতে তাকে সহায়তা করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র ধর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ