১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়৷ ইপিজেড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— আয়ন স্টুডিও’র পরিচালক সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফয়সল (২৫), রংধনু স্টুডিও’র পরিচালক সাইদুর রহমানের ছেলে মামুন (২০) ও তার বন্ধু রাফি (২০)।

আজিজুল হক জানান, ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে আকবর সুপার মার্কেটের ফয়সল, মামুন ও তার বন্ধু রাফি দীর্ঘদিন ধরে স্টুডিও ব্যবসার আড়ালে এসএসসি ও এইচএসসির জাল সার্টিফিকেটের ব্যবসা করে আসছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় জাল সার্টিফিকেটের কাজে তাদের ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয় বলে জানান তিনি৷

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ