১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

স্ত্রীর অভিযোগ ও লিভ টুগেদার প্রসঙ্গে মুখ খুললেন হাবিব

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্ত্রীর অভিযোগ ও মডেল তানজিন তিশার সাথে লিভ টুগেদার প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব।  তার স্ত্রী রেহান অভিযোগ করেছেন সঙ্গীতশিল্পী হাবিব ও মডেল তানজিন তিশার প্রেমের সম্পর্কের কারণে তাদের সংসার ভেঙেছে। শনিবার বেশ কিছু গণমাধ্যমে এমন নিউজ প্রকাশিত হয়।

এ বিষয়ে রেহান বলেছেন, হাবিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মূলে রয়েছেন তানিজন তিশা। তিশার সঙ্গে হাবিব লিভ টুগেদার করছেন বলেও জানান রেহান। তিনি জানান, আগে থেকেই তিশার সঙ্গে হাবিবের পরকীয় সম্পর্ক ছিলো।

বিষটি নিয়ে মুখ খুলেছেন হাবিব। শনিবার রাতে হাবিব তোর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমি এখন অস্ট্রেলিয়াতে আছি কনসার্টের জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। তানজিন তিশার কারণেই আমাদের ডিভোর্স হয় কথাটি ঠিক নয়। এক হাতে তালি বাজে না।’

‘তানজিন তিশার সাথে আমার কী সম্পর্ক এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং এটি নিয়ে বলতে আমি বাধ্য না। কেনোই বা আমার ডিভোর্সের এক মাস পর এসব কথা রেহান বলল এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আগে বলতো,’ বলেন হাবিব।

তিনি লেখেন, ‘ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না, এসব মোটেও কাম্য নয়।’ অবশ্য হাবিবের ঘনিষ্ঠ একজন জানান, হাবিব-তিশা গোপনে বিয়ে করে একসঙ্গে থাকছেন।

এ বিষয়ে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজী হননি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ