নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মান্নান সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আবার রিট করেছেন । রোববার (০৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রিট আবেদন দায়ের করেন আইনজীবী আবু হানিফ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে। ২০১৩ সালে তিনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর কয়েক দফা তাকে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্টের আদেশে আবার তিনি মেয়র পদে ফিরে আসেন। সবশেষ বৃহস্পতিবার (৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই বিএনপি নেতাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০১৫ সালের ১৯ অগাস্ট নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর মেয়র মান্নানকে প্রথম বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। উচ্চ আদালতে ওই আদেশ স্থগিত হলে ২৮ মাস পর পদ ফিরে পেয়েছিলেন তিনি। এরপর আবার স্থগিত হয়। ২০১৭ সালের ১৮ জুন পুনরায় মেয়রের চেয়ারে বসেন তিনি। তার ১৮ দিনের মধ্যে তাকে ফের বরখাস্ত করে সরকার। হাইকোর্টের আদেশে আবার তিনি মেয়র পদ ফিরে পান।
দৈনিক দেশজনতা /এমএইচ