১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

বড় লিড দিতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

লর্ডস টেস্টে সময় যত গড়াচ্ছে, ইংল্যান্ড তাদের আধিপত্ত আরো বেশি করে সু-প্রতিষ্ঠিত করে চলেছে। প্রথম দুই দিনের মতো তৃতীয় দিন শেষেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবদিক থেকেই এগিয়ে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৯৭ রানের লিড পাওয়ার পর শনিবার তৃতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের স্কোর বোর্ডে জমা করেছে ১১৯/১। তাতে ৯ উইকট হাতে রেখেই স্কোর বোর্ডে লিড জমা পড়েছে ২১৬ রানের। ৫৯ রানে অপরাজিত এলিস্টার কুক ও ২২ রানে অপরাজিত থাকা ব্যালান্স রোববার চতুর্থ দিনের খেলা শুরু করবে।

দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনে তাদের ব্যাটিং শুরু করে। কুইন্টন ডি কক ও ভারলন ফিল্যান্ডার দারুণ লড়েছেন। ডি কক ৫১ ও ফিল্যান্ডার ৫২ রান করেন। দক্ষিণ আফ্রিকা ইনিংসের সর্বোচ্চ ৫৯ রান বাভুমার। ইংলিশ বোলারদের মধ্যে মঈন আলি সর্বোচ্চ ৪টি  এবং অ্যান্ডারসন, ব্রড ও ডসন ২টি করে উইকেট নিয়েছেন।

ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুক ও জেনিংসের ব্যাটে দারুন শুরু করে। উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন এই দুজন। জেনিংস ৩৩ রান করে ফিরলেও দিন শেষে কুক ৫৯ ও ব্যালান্স ২২ রান করে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন মরনে মরকেল। তবে প্রোটিয়াদের জন্য দুর্ভাগ্য, ব্যাটিং করার সময় আঘাত পাওয়া ফিল্যান্ডার তৃতীয় দিনে একবারও বল হাতে নিতে পারেননি। রোববার পারবেন কি? একই সঙ্গে প্রশ্ন ইংল্যান্ড তাদের লিডকে কত নিয়ে গিয়ে থামবে?

সংক্ষিপ্ত স্কোর:

তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ২১৬ রানে এগিয়ে

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫৮ (অলআউট)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১০৫ ওভারে ৩৬১ (দ্বিতীয় দিন শেষে ২১৪/৫) (বাভুমা ৫৯, রাবাদা ২৭, ডি কক ৫১, ফিল্যান্ডার ৫২; অ্যান্ডারসন ২/৪৪, ব্রড ২/৬২, ডসন ২/৬৭, মইন ৪/৫৯)।

ইংল্যান্ড ২য় ইনিংস: ৫১ ওভারে ১১৯/১ (অ্যালিস্টার কুক ৫৯*, জেনিংস ৩৩, ব্যালান্স ২২*; মরকেল ১/২৫)

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ