নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অদূরে আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস নামের তৈরি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই আটতলা ভবনটির একটি ফ্লোরে প্রথমে আগুন লাগে। এ সময় রাতের পালার শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন।খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস, পরে ধামরাই ও আশুলিয়া থেকে আরও ইউনিট এসে যোগ দেয়। তবে নবীনগর-আবদুল্লাহপুর সড়কে তীব্র যানজটের কারণে সড়কে আটকে পড়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ উদ্ধারকারী সংস্থার যানবাহন।
আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পরে যান চলাচল শুরু হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ