১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

চুনারুঘাট সিমান্তে চা পাতাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট সিমান্তে অভিযান চালিয়ে ৫২ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চা পাতাবাহী পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতাউর রহমান ও এএসআই আলমাছ-এর নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট সীমান্তে অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান ভর্তি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ চালককে আটক করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক আটকৃতের নাম জানা যায়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১০:১২ পূর্বাহ্ণ