১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

রাজধানীতে অবৈধ দখলে থাকা ৩৭ একর জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীতে অবৈধ দখলে থাকা ৩৭ একর জমি উদ্ধার করা হয়েছে। গাবতলী-সদরঘাট সংযোগকারী সড়কের দু’পাশে অবৈধ দখলে থাকা এ জমি উদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা জানান, গত শুক্রবার ও শনিবার দুদিনের অভিযানে এ জমি উদ্ধার করা হয়। তিনি জানান, ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তৎকালীন ডিসিসিকে ৫২ একর জমির মালিকানা হস্তান্তর করে। এরপর দীর্ঘ সময় এ জমিটি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রাখে। গত কয়েক মাস আগে ডিএনসিসি’র সম্পত্তি বিভাগ জমিটি উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করে। সে অনুযায়ী মাপজোকের মাধ্যমে সীমানা চিহ্নিত করা হয়।

মো. মঞ্জুর-ই-মওলা বলেন, ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথম দিনের অভিযানে প্রায় ১২ একর জমি উদ্ধার হয়। আর দ্বিতীয় দিন শনিবারের অভিযানে আরও প্রায় ২৫ একর জমি উদ্ধার হয়। এ নিয়ে দুদিনের অভিযানে রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে ঢাকা-আরিচা রোড সংলগ্ন ইট-বালু-পাথরের আড়ত পর্যন্ত ৫২ একর অবৈধ দখলকৃত জমির মধ্যে প্রায় ৩৭ একর জমি উদ্ধার করা সম্ভব হলো।

উচ্ছেদকালে এনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান, অঞ্চল ৪ এর নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ, অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেনসহ ডিএনসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৯:০৮ অপরাহ্ণ