১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

সংসদের বৈঠক বসছে রোববার

নিজস্ব প্রতিবেদক: 

টানা আটদিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক রোববার বিকেল ৫টায় শুরু হবে। এ অধিবেশনেই ২৯ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হয়। এরপর অধিবেশনের বৈঠক রোববার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।

চলতি সপ্তাহ চলার পর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

চলমান দশম জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশন ৩০ মে শুরু হয়। আর ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট পেশ করেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ