২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪২

নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা!

নিজস্ব প্রতিবেদক:

শনিবার দুপুরে নরসিংদী শহরের দেশপ্রিয় রোডের মধ্যকান্দাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দীপ্তি ভৌমিক (৪৭) প্রদীপ ভৌমিকের স্ত্রী। তারা  ওই এলাকায় হরিপদ সাহার ববনের ৫ম তলায় ভাড়া থাকতেন।

প্রদীপ ভৌমিক সাংবাদিকদের জানান, বেলা ২টার দিকে তাদের ছেলে প্রীতম ভৌমিক (১৭) স্কুল থেকে বাসায় ফিরে তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার, কান্নাকাটি শুরু করেন।

পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে খবর দেয় বলে জানান প্রদীপ।

তিনি বলেন, তার স্ত্রীকে শয়নকক্ষে খাটের উপর ফেলে গলা কেটে হত্যা করা হয়। পরে লাশ মেঝেতে ফেলে দেওয়া হয়।

গত চার বছর যাবত এ বাসায় ভাড়া থাকে কাপড় ব্যবসায়ী প্রদীপ ভৌমিক। কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তিনি।

হামলাকারীরা কোনো মালামাল নেয়নি বলেও জানান প্রদীপ।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহরিয়ার আলম ও মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহরিয়ার আলম বলেন, নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই ভবনে কোনো নিরাপত্তা প্রহরী কিংবা সিসি ক্যামেরা নেই বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৬:৫১ অপরাহ্ণ