২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১২

পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শাহজাদপুরে পুলিশের হস্তক্ষেপে ৭ম শ্রেণীর ছাত্রী কামনা খাতুন(১৩) বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা পূর্বপাড়া গ্রামে।

জানা যায়, গত বৃহস্পতিবার শাহজাদপুর পৌর এলাকার পুকুর পাড় গ্রামের ইউসুফ আলীর ছেলে টুটুল মিয়ার(২৮) সাথে এ উপজেলার নগরডালা পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী কামনা খাতুনের (১৩) অমতে জোরপূর্বক পারিবারিকভাবে বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এদিন রাত ১২টার দিকে মেয়েটিকে উদ্ধার করে এবং এ বিয়ে বন্ধ করে দিয়ে বর টুটুল মিয়া ও মেয়ের বাবা আব্দুল কাদেরকে আটক করে থানায় ধরে নিয়ে যায়।

পর দিন শুক্রবার ওই দুই গ্রামের মাতব্বরগণ এ বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার করে মুচলেকা দিলে পুলিশ বর টুটুল মিয়া ও মেয়ের বাবা আব্দুল কাদেরকে ছেড়ে দেয়। ফলে বাল্য বিয়ে থেকে ৭ম শ্রেণীর ছাত্রী কামনা খাতুন রক্ষা পায়। সে জানায়, আগের মত আবারও স্কুলে যাবে এবং লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হবে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ