১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

শ্যামনগরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউপির হাজী পরাণপুর গ্রামের আব্দুর রশিদের মাদ্রাসা পড়–য়া ছাত্র আবু রায়হান নিখোঁজ রয়েছেন। সে রামজীবনপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। আবু রায়হান আমিরুল ইসলামের বাড়ীথেকে পড়ালেখা করত।
আবু রায়হানের মামাতো ভাই আমিরুল ইসলাম জানান, গত ৪ জুলাই প্রতিদিনের ন্যায় আবু রায়হান সকালে মাদ্রাসায় যায় ।ছুটি শেষে সে আর বাড়ীতে ফিরেনি। এ ব্যাপারে আমিরুল ইসলাম শ্যামনগর থানায় একটি জিডি করেছেন । শ্যামনগর থানার জিডি নং-২৮৮।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ