১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:১৯

লামায় পাহাড়ের খাদে ট্রাক পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। উপজেলার আন্তঃরোড গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ছিয়ততলী গ্রামের আব্দুল মালেক মেম্বারের ছেলে মো. মামুন (২৮) ও কক্সবাজারের পেকুয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ট্রাকচালক আব্দুল রশিদ (৩০)।

লাশ আজিজনগর জেনারেল হাসপাতালে আছে বলে ফাইতং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আকবর হোসেন মেহেরাজ জানিয়েছেন। আহতরা হলেন—আব্দুল আজিজ (৫৫) ও মো. ইব্রাহিম (১৩)। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি স্বপন সাহা জানান, গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় একটি তিনটন ওজনের ট্রাক উঁচু পাহাড়ে ওঠার সময় মাঝপথে আটকে যায়। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছনে নেমে আসে এবং পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত এবং দু’জন আহত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ