আন্তর্জাতিক ডেস্ক:
জামার্নির হামবুর্গে জি -২০ সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি দেখায় পরস্পর হাত মিলিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘তারা একে অপরের সঙ্গে হাত মেলান এবং বলেন যে, তারা খুব শিগগিরই একটি আলাদা বৈঠক করবেন। সেখানে শিগগরিই তারা একে অপরকে দেখতে পাবেন।’
শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে পুতিন ও ট্রাম্প আলাদা আলাদাভাবে তাদের বিস্তারিত বক্তব্য রাখেন।
পুতিন আলোচনা করার জন্য আগ্রহ দেখাতে পারতেন এবং ট্রাম্পকে অনেক প্রশ্নও করতে পারতেন কিনা- এমন প্রশ্নের জবাবে পেস্কোভ বলেন, তিনি (পুতিন) তা করেছেন।
মস্কোর আচরণ অস্থিতিশীল-বৃহস্পতিবার ট্রাম্পের এমন মন্তব্য রুশ নেতাকে সম্পূর্ণরূপে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে পেস্কোভ বলেন, মার্কিন কর্মকর্তাদের এই বিষয়ে অন্যান্য মতামতও বিবেচনায় নেয়া হবে।
সূত্র: রয়টার্স
দৈনিক দেশজনতা/এমএম