২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪১

জামায়াতের সাত নেতাকর্মীসহ গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ও চার্জশীটভুক্ত জামায়াতের ৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিস্ফোরক মামলায় আসামি রয়েছেন চারজন। এরা হলেন- জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়ন জামায়াতের আমীর ও ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫), একই এলাকার জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫), কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৪৫)। এছাড়া দক্ষিন দেশীবাই এলাকার জামায়াতকর্মী মাহমুদুল আলম (৩৫), নুরজ্জামান (৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হক (৩০)কে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেপ্তারকৃতদের মধ্যে জলঢাকা থানায় ২১ জন, ডোমার থানায় ৬ জন, কিশোরগঞ্জ থানায় ৫ জন, সদর থানায় ৩ জন, সৈয়দপুর থানায় ৩ জন ও ডিমলা থানায় ২ জনসহ ৪০ জন।

জামায়াত নেতারা ছাড়া অপর ৩৩ জন আসামি আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ