২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০০

রাজধানীর রেলভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রেলভবনের নিচ তলায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে বড় ধরনের কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ভবনের নিচ তলায় বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ভবনের কর্মচারীরা দাবি করছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরিদ উদ্দিন শীর্ষনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতির খবর তারা পাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক বোর্ড থেকে আগুন লেগেছে।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন।

তবে অফিস বন্ধের দিনে রেলভবনে এ অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলে মনে করছেন অনেকে। ঘটনা তদন্তের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট একটি পক্ষ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ