২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২১

ট্রাম্প-পুতিন প্রথমবারের মতো বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন আজ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধান আজ শুক্রবার বৈঠকে মিলিত হচ্ছেন জার্মানির হামবুর্গে। হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর এই প্রথম পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। জার্মানির হামবুর্গে জি২০ সম্মেলনের প্রথম দিনেই আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়ার ২০১৬ সালের যুক্তরাষ্টের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ, ইউক্রেন দখলের প্রচেষ্টা ও সিরিয়ার প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপার নিয়ে দুই পক্ষের চলমান অস্থিতিশীলতার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই বৈঠক নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প স্বস্ত্রীক জার্মানিক হামবার্গে পৌঁছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ