নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পুলিশ রাতভর অভিযান অভিযান চালিয়ে তালিকাভূক্ত চার জঙ্গি সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় জিহাদি বই ও ধরালো অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।
আটককৃত জেএমবি সদস্যরা হলো- দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের ইসার ছেলে আসলাম (৩৭), খোদাবক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) জোয়াদ আলীর ছেলে বাবু হুজুর (২৮) পুঠিয়ার ধাদাশ গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সঙবাদের ভিত্তিতে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়ায় অভিযান চালায় পুলিশ। এসময় রাতভর অভিযান চালিয়ে চার জঙ্গি সদস্যকে আটক করা হয়। তারা সদ্য জেএমবি দলে যোগ দেয়। এদের বিরুদ্ধে মামরার প্রস্তুতি চলছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ