১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

শ্যামনগরে বিনামূল্যে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:

বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় তিন দিন ব্যাপী কৃষাণীদের আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণোত্তর বিনা মূল্যে ধান বীজ বিতরণ করা হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও ধান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য সহ প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সামছুর রহমান। বক্তব্য রাখেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কর্মকার, পিআইও ফকির তৈয়ুবুর রহমান, কৃষাণী রেক্সোনা পারভীন, সরোলা সরকার, আছমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শ্রীফলকাটি, হায়বাতপুর, বংশীপুর, চন্ডিপুর, নকিপুর, কুলতলী সহ বিভিন্ন এলাকার কৃষাণীদের মধ্যে লবণ সহিষ্ণু ধানের জাত বিনা-১০, বিআর-২৩, ব্রি-৩০, ব্রি-৪৯ প্রত্যেককে ১০ কেজি করে মোট ৭৫ জন কৃষাণীর মধ্যে ৭৫০ কেজি ধান বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে আমন ধান চাষের রোপন, কর্তন, পরিচর্যা, বালাইদমন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ