নওগাঁ প্রতিনিধি:
জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত হিসাব রক্ষক মহসীন আলী ও তার স্ত্রী জিয়াসমিন বুলবুলীর বিরুদ্ধে জমি জবর দখল, প্রতিবেশীদের হুমকি দিয়ে তটস্থ রাখা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি কারাগারের হিসাব রক্ষকের চাকুরী করেন কিন্ত এলাকায় জেল সুপার ও জেলার পরিচয়ে সাধারন মানুষ কে হয়রানী করার অভিযোগ করা হয়েছে।
এ দম্পতির অত্যাচারে ইতিমধ্যে নওগাঁ পৌর সভায় ৪ টি অভিযোগ, নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি, এবং নওগাঁ জেলা জজ কোর্টে দুটি মামলা করেছে ভুক্তভোগীরা। অভিযোগ কারীদের মধ্যে আপন বোন জামাই সহ রয়েছে প্রতিবেশী। চলাচলের রাস্তা না দিয়ে কয়েকটি পরিবার কে অবরোধ করে অবৈধভাবে প্রাচীর নির্মান এবং জোর পুর্বক অন্যের জায়গায় সীমানা পিলার স্থাপন করার অভিযোগে এলাকার কয়েকশ ভুক্তভোগী নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানব বন্ধন করে প্রতিকার দাবী করেছে।
ভুক্তভোগীদের মধ্যে স্থানীয় পিটি আই ট্রেনিং ইন্সটিটিউট এর শিক্ষক মোজাম্মেল হক বলেন মহসীন ও তার স্ত্রী জিয়াসমিন বুলবুলী গত বেশ কিছু দিন আগে জোর করে আমার সীমানা দখল করে নেয় । এ বিষয়ে নওগাঁ পৌর সভায় অভিযোগ দেন মোজাম্মেল হক। অভিযোগের সুত্র ধরে ১৮/০৫/১৭ ইং তারিখে নওগাঁ পৌর সভা থেকে জমি জরিপ করে মহসীন তার অবৈধ দখল অংশ থেকে সরে আসে। মোজাম্মেল হক বলেন চাকুরীর প্রভাব সব ক্ষেত্রে খাটানোর চেষ্টা করছেন মহসীন ও তার স্ত্রী ।
অপর দিকে চকদেব দুর্গাপুর সড়ক সংলগ্ন মহসীনের স্ত্রীর নামীয় জমিতে প্রতিবেশীদের পথচলাচলের রাস্তা না দিয়ে অবৈধভাবে প্রাচীর নির্মান কাজ শুরু করে। এতে আপন বোন সহ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ৭ এপ্রিল নওগাঁ পৌর সভায় অভিযোগ দেন ভুক্তভোগী সিরাজুল ও ফিরোজ-উল ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ পৌর সভা তদন্ত সাপেক্ষ গত ২৩/০৪/১৭ তারিখে স্বারক নং ৭০৩ উক্ত অবৈধ প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দেন । কিন্ত পৌর বিধির তোয়াক্কা না করে অবৈধ প্রাচীর বহাল রাখেন তিনি। এতে পথচলাচল ব্যহত হচ্ছে কয়েকটি পরিবারের। অবৈধ প্রাচীর সরিয়ে পথ চলাচলের রাস্তার দাবীতে গত ১৪ জুন ঐ মহল্লার কয়েকশো বাসিন্দা মহসীন ও তার স্ত্রীর অপতৎপতার বিরুদ্ধে শহরের মুক্তির মোড়ে মানব বন্ধন করে। ভুক্তভোগীরা দাবী কওে মহসীন ও তার স্ত্রী তাদেও তিন তলা বাড়ী দুর্গাপুর সড়কের দু ফিট জায়গা দখল করে বিল্ডিং গড়ে তুলেছেন । কিন্ত জন সাধারনের পথ চলচলের জন্য জায়গা ছাড়তে করছেন নানা টাল বাহানা ।
ভুক্তভোগীরা জানায় মানব বন্ধন করার পর বাড়ী বাড়ী গিয়ে হুমকি দিয়ে আসে মহসীন ও তার স্ত্রী জিয়াসমিন বুলবলী । মহসীনের প্রতিবেশী সিরাজুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যহার কওে আমার বাড়ীর সম্মুখে জোর কওে একটি পিলার পুতে গেছে মহসীন ও তার স্ত্রী। তিনি আরো বলেন নিজের অবৈধ ভাবে দখল করা জমি সঠিক পরিধি যেন অন্যরা জানতে না পাওে এ লক্ষে গত ১৯ এপ্রিল গভীর রাতে ২০ বছরের আমাদের সীমানা পিলার তুলে ফেলে মহসীন ও তার স্ত্রী । মহসীনের অপতৎপরতার শিকার তার আপন বোন । পথচলাচলের রাস্তা না দিয়ে এখন অবরুদ্ধ কওে রেখেছে বোন সহ কয়েকটি পরিবার । তার বোন জামাই ফিরোজ উল ইসলাম জানান, পৌর বিধি অনুযায়ী পথচলাচলের রাস্তার জন্য উভয় সোয়া তিন ফিট জায়গা ছাড়া বিধান । কিন্ত মহসীন অলী মাত্র দের ফির ছেড়ে অন্যর জায়গায় প্রাচীর তুলে এখন হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন । পথচলাচলের রাস্তার দাবীতে ফিরোজ উল ইসলাম বাদি হয়ে নওগাঁ নির্বহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২ জুলাই দুটি মোকদ্দমা দায়ের করেন । এ ছাড়া ফিরোজ উল ইসলাম তার জানমালের নিরাপত্তা ও মহসীন ও তার স্ত্রীর বেরোয়া আচড়নের প্রতকার চেয়ে গত ০৪/০৬/১৭ তারিখে নওগাঁ সদর থানায় একটি জিডি করেন । এ ব্যাপারে মহসীন আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সব অভিযোগ সঠিক নয় ।
দৈনিক দেশজনতা /এমএম