১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তা মেরামতে দেশী বিদেশী বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি:
পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও রাস্তা মেরামতে দেশী বিদেশী বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহবান জানান রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, দুর্যোগ মুর্হুতে পৌরসভা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহাতায় পৌর এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পরিবেশন, ঔষধ বিতরন, পানি সরবরাহসহ পৌরসভার পক্ষে যা-যা করণীয় তা করেছে। বর্তমানে পৌরসভা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি আরো বলেন, রাঙামাটির প্রায় রাস্তা ভেঙ্গে গেছে এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত তাই রাস্তাগুলো মেরামত করতে গেলে ঝুকির কথা মাথায় রেখে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে রাঙামাটি পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় পৌর প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, মিজানুর রহমান বাবু, পুলক দে, আব্দুল করিম, বাচিং মারমা, রবি মোহন চাকমা, বেলাল হোসেন টিটু উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে গত ১৩ জুন পাহাড় ধ্বসের ভয়াবহ দিনকে স্মরণে রাখার জন্য নিহত ১২০ জনের নামে স্মৃতি ফলক নির্মাণ করে ব্যবস্থা নেবে পৌরসভা। এছাড়া ভয়াবহ পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ লোকজনকে পরিকল্পিত ভাবে গৃহ নির্মাণ করে পূর্ণবাসন করতে পৌরসভা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
মেয়র আরো জানান, ভয়াবহ পাহাড় ধ্বসের কারণে রাঙামাটি শহরে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় পৌর সভার উন্নয়ন কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্্রস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ