১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভোলা প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ ১ বছর সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শিরির মন্ডলকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে জি আর ৫৩/১৩ বোরহাউদ্দিন মাদক মামলার ১বছর সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার এস আই রাসেল বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ