স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। হাম্বানটোটায় টস জিতেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৫/১। প্রথম দুই ওয়ানডের একটিতে জিতেছে জিম্বাবুয়ে, একটিতে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। তিনশর অধিক রান তাড়া করে প্রথম কোন দেশ হিসেবে জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য দারুণভাবে সিরিজে ফিরে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে হারায় অতি সহজে। এম্যাচে তাই অপরিবর্তিত দল নিয়ে নেমেছে শ্রীলঙ্কা। তবে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।
আগে ব্যাট করতে নেমে এ ম্যাচেও দ্রুতই ফিরে গেছেন জিম্বাবুয়ের সলোমন মাইর। তাকে ফিরিয়েছেন নুয়ান প্রদিপ। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে হারানোর নায়ক এদিন করেছেন ১৩ রান। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ০। দ্বিতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা ও টারিসাই মুসাকান্ডা জুটি এখন ব্যাট করছে।
একাদশ জিম্বাবুয়ে : সলোমন মাইর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ এরভিন, সন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর (উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, টারিসাই মুসাকান্ডা, গ্র্যায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চাতারা, কার্লস মুম্বা।
শ্রীলঙ্কা : নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ওয়ানিডু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, লাকশান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ
দৈনিক দেশজনতা/এন এইচ