১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাসানপুরে হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের স্টাফ বাস খাদে পড়ে চালক জাহাঙ্গীর আলম (৩৮) নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাসানপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান, রায়গঞ্জের উপজেলার চান্দাইকোনা হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট থেকে কয়েকজন স্টাফ নিয়ে সলঙ্গা থানার হাসানপুরে অবস্থিত হানিফ হাইওয়ে রেস্টুরেন্টে আসছিলেন। হাসানপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক জাহাঙ্গীর আলম নিহত ও অন্তত ১০ জন স্টাফ আহত হন।

পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ