নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্মের ওপর স্মারক গ্রন্থ প্রকাশ করেছে জিয়া পরিষদ। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এই স্মারক গ্রন্থ-২০১৭ প্রকাশ করা হয়। জিয়া পরিষদের প্রকাশনায় ১৮৪ পৃষ্ঠার এই গ্রন্থের মূ্ল্য ধরা হয়েছে আড়াই ‘শ টাকা।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবদুল্লাহহিল মাসুদের পরিচালনায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তারা জিয়াউর রহমানের জীবনকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, জিয়া পরিষদের নেতা অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক হারুনুর রশীদ ও সংগঠনের মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ