১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

জন্মদিনের কথা বলে ফের বনানীতে তরুণী ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:
জন্মদিনের কথা বলে ফের বনানীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী হয়ে বুধবার (০৫ জুলাই) রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮। মামলায় অভিযুক্ত করা হয়েছে বনানীর ব্যবসায়ী বোরহানউদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানকে (২৮) । মঙ্গলবার রাতের বনানীর ২ নম্বর রোডের ন্যাম ভবনে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলার বিবরণী থেকে জানা যায়। মামলা হওয়ার পরই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী একজন টিভি অভিনেত্রী। তার সঙ্গে আসামি ইভানের আগে থেকেই বন্ধুত্ব ছিল। ঘটনার দিন ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। খালি বাসায় তাকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে ইভান। এরপর রাত তিনটার দিকে ওই তরুণীর মোবাইল ফোন রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। ভোরে থানায় এসে ওই তরুণী অভিযোগ করেন। পুলিশ কর্মকর্তা মতিন আরো বলেন, অভিযুক্ত ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ