২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৮

কাতারের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

কাতার সংকট সমাধানে সৌদি জোট ১৩টি শর্ত দিয়েছিল এবং সেগুলো পূরণের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কাতার সেসব শর্ত মেনে নেয়নি। এর প্রেক্ষিতে সৌদি আরব বলছে, শর্ত না মানায় কাতারের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।

কাতার সংকট সমাধানে আল জাজিরা টেলিভিশন বন্ধ, তুরস্কের সামরিক ঘাঁটি তুলে দেয়া এবং ইরানের সাথে সম্পর্ক ছেদ করা সহ ১৩টি শর্ত দিয়েছিল সৌদি জোট। কিন্তু কাতার এইসব দাবি মেনে নেয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেছেন তার দেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা সমাধানের জন্য একটা সঠিক কাঠামোর দরকার।

তিনি বলেন, “যেটা আমাদের দরকার এখন সেটা হল একটা প্রক্রিয়া ঠিক করা। কাতার একটি গঠনমূলক আলোচনায় আগ্রহী। যা একটি টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে।” সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থানও তুলে ধরেছে কাতার।

সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর শর্ত মেনে না নেয়ায় কাতারের নিন্দাও জানিয়েছে। মিসরের রাজধানী কায়রোতে সৌদি জোটের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তাদের দাবিগুলোর তালিকার প্রতি কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করা হয়। তাদের শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো হতাশ।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের বলেছেন কাতারকে চ্যালেঞ্জ করা ছাড়া এই অঞ্চলের দেশ গুলোর আর করার কিছুই নেই। তিনি বলেন, “কাতার সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতি দৃষ্টিপাত করছে না। আমরা যেটা করছি সেটা কাতারকে আঘাত করার জন্য নয় বরং দেশটিকে সাহায্য করায় আমাদের উদ্দেশ্য।”

কাতারকে একঘরে করা দেশগুলোর কূটনীতিকরা বলছেন, দেশটি বিদ্যমান পরিস্থিতির তাৎপর্য অনুধাবনে ব্যর্থ হয়েছে। ১৩ দফা শর্ত পূরণ নয় বরং সংলাপের মাধ্যমে সংকটের নিরসন করতে চাইছে কাতার। তবে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই। সূত্র: বিবিসি

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ