১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৪

বরিশালে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: 

বরিশাল জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে ১৩ জুলাই সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের ওপর বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় ওই সবপ্রার্থীরা বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করে।

এতে লিখিত বক্তব্যে পড়েন উত্তর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ। এতে তিনি বলেন, আগামী ১৩ জুলাই মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে আন্দারমানিক, লতা, চরএককরিয়া, জয়নগর, গোবিন্দপুর, আলীমাবাদ ও শ্রীপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলাসহ টানানো পোস্টার, ব্যানার ছিড়ে ফেলার সচিত্র তুলে ধরেন।

বিএনপির সংবাদ সম্মেলনের সকল অভিযোগ অস্বীকার করে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, বিএনপির প্রার্থীরা তাদের নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে ঘিরে কতিপয় নেতার মদদে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে সংবাদ সম্মেলনের নাটক সাজিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ