২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

৩০ জুলাই থেকে সংলাপ শুরু হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক: 

আগামী ৩০ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার আরো জানান, ভোটার তালিকা নির্ভুল করতে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। জাতীয় নির্বাচনে কোনোরকম চাপ সৃষ্টি না করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

কমিশনার বলেন, ‘প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। ওনাদের কী বক্তব্য আছে সামনের নির্বাচন নিয়ে তা আমরা শুনতে চাই। সেটা মাথায় রেখেই আমরা সংলাপের চিন্তা-ভাবনা করছি’।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৯:৪৪ অপরাহ্ণ